শার্শার ফুটবলে তালা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৭ অক্টোবর ২০১৯
শার্শার ফুটবলে তালা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

যশোরের শার্শায় ৮ দলীয় নক-আউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের-২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে সাতক্ষীরার তালা ফুটবল একাদশ মুন্নি কন্সট্রাকশন কাজিরবেড় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

নাভারন খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতা থাকে। পরে অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে ৫-৪ গোলে তালা ফুটবল একাদশ মুন্নি কন্সট্রাকশন কাজিরবেড় ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় সেরা গোলদাতা হন তালা ফুটবল একাদশের আতিক হাসান। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মুন্নি কন্সট্রাকশন কাজিরবেড় ফুটবল একাদশের রায়হান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক, শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, সাবেক খেলোয়াড় দিলীপ কুমার রায়, রুহুল কুদ্দুস কটা, শরিফুল ইসলাম শরিফ, সোহারাব হোসেন, সেলিম রেজা প্রমুখ।

মো. জামাল হোসেন, বেনাপোল, যশোর।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বালিয়াকান্দিতে মুজিববর্ষ কাবাডি প্রতিযোগিতা

বালিয়াকান্দিতে মুজিববর্ষ কাবাডি প্রতিযোগিতা

পুলিশ সুপার কাপ নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাতক্ষীরা

পুলিশ সুপার কাপ নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাতক্ষীরা

পাল্টে যাচ্ছে বরিশালের ক্রিকেট স্টেডিয়াম

পাল্টে যাচ্ছে বরিশালের ক্রিকেট স্টেডিয়াম

দীর্ঘমেয়াদী সাঁতার প্রশিক্ষণ পাচ্ছে কুড়িগ্রামের কিশোর-কিশোরীরা

দীর্ঘমেয়াদী সাঁতার প্রশিক্ষণ পাচ্ছে কুড়িগ্রামের কিশোর-কিশোরীরা