দীর্ঘমেয়াদী সাঁতার প্রশিক্ষণ পাচ্ছে কুড়িগ্রামের কিশোর-কিশোরীরা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:২৯ এএম, ০৪ অক্টোবর ২০১৯
দীর্ঘমেয়াদী সাঁতার প্রশিক্ষণ পাচ্ছে কুড়িগ্রামের কিশোর-কিশোরীরা

শিশুদের নিরাপত্তায় কুড়িগ্রামে স্কুল ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের তিন মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলা কোয়ার্টারের পুকুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও হাসিবুর হাসান, ইউনিসেফের জেলা সমন্বয়কারী নুসরাত জাহান, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
sportsmail24

জেলা প্রশাসনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে ৩৯৬ জন কিশোর-কিশোরীকে এ প্রশিক্ষণ দেয়া হবে। ৩৩ জনের প্রতিটি ব্যাচে ১২ দিন করে এ প্রশিক্ষণ দেয়া হবে।
sportsmail24

দুর্ঘটনা এড়াতে জেলা ফায়ার সার্ভিস ও জেলা সিভিল সার্জন অফিস সার্বক্ষণিকভাবে সহযোগিতা করবে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষক আশরাফুল আলম এবং সহকারী হিসেবে রয়েছেন মো. রুবেল হোসেন ও রুমাইয়া মীর্জা।

নাজমুল হোসেন/কুড়িগ্রাম


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নেত্রকোনাকে হারিয়ে বিভাগীয় ফাইনালে শেরপুর

নেত্রকোনাকে হারিয়ে বিভাগীয় ফাইনালে শেরপুর

উদ্বোধনী খেলায় রূপগঞ্জকে হারালো নারায়ণগঞ্জ সদর

উদ্বোধনী খেলায় রূপগঞ্জকে হারালো নারায়ণগঞ্জ সদর

বেনাপোলে সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

বেনাপোলে সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু

শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু