জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতায় নেত্রকোনা জেলা দলকে হারিয়ে ময়মনসিংহ বিভাগীয় ফাইনালে উঠেছে শেরপুর জেলা দল।
ময়মনসিংহ ভাষাসৈনিক রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সোমবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় শেরপুর জেলা দল ২-১ গোলে নেত্রকোনা জেলা দলকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রধমার্ধের ২২ মিনিটে শেরপুরের মাঝমাঠের ১০ নং জার্সিধারি খেলোয়াড় তাজউদ্দিন ডি-বক্সে বাইরে থেকে দর্শনীয় শটে প্রথম গোল করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে খেলার ৪৩ মিনিটে নেত্রকোনার মাঝমাঠের খেলোয়াড় ৫ নং জার্সিধারি তৌফিক গোল করলে খেলায় সমতায় ফেরান। তবে ৬০ মিনিটে শেরপুরের আক্রমণভাগের খেলোয়াড় ৯ নং জার্সিধারী রাব্বি ফাঁকায় বল পেয়ে গোল করে নিজ দলকে এগিয়ে নেন। এরপর নির্ধারিত ৭০ মিনিট পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন শেরপুরের খেলোয়াড়রা।
শেরপুর জেলা দলের এ জয়ে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার শেরপুর জেলা দলের খেলোয়াড় এবং কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
খেলা শুরুর আগে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (অ-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার খেলা উদ্বোধন করেন। উদ্বোধানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্তি বিভাগীয় কমিশনার এএইচ এম লোকমান।