উদ্বোধনী খেলায় রূপগঞ্জকে হারালো নারায়ণগঞ্জ সদর

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯
উদ্বোধনী খেলায় রূপগঞ্জকে হারালো নারায়ণগঞ্জ সদর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ (বালক অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উপজেলা ভিত্তিক জাতীয় গোল্ড কাপ (বালিকা অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রূপগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা ফুটবল দল।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক খেলোয়ারদের নিয়ে উৎসাহ দেন। খেলোয়ারদের আগামীতে আরও ভালো খেলা উপহার দেয়ার পরামর্শ দেন।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জেলার উপজেলা পর্যায়ের এ টুর্নামেন্ট আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, জেলার ৫টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনসহ মোট ৬টি বালক ও ৬টি বালিকা দল জেলা পর্যায়ের এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি) বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনুর্ধ্ব-১৭ বয়সী বালক-বালিকাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার লক্ষ্যে দেশব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ অনেক দিক দিয়ে ঐতিহ্যবাহী। অনেকবার জাতির পিতা এ নারায়ণগঞ্জে এসেছেন। আবার একই সঙ্গে ফুটবলের যে স্বর্ণযুগ বলি সেটাও এ নারায়ণগঞ্জের সাথে সম্পৃক্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জ



শেয়ার করুন :


আরও পড়ুন

বেনাপোলে সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

বেনাপোলে সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পোর্ট সিটি ইউনিভার্সিটি

চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পোর্ট সিটি ইউনিভার্সিটি

ঝিকরগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন

ঝিকরগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন

শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু

শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু