বেনাপোলে সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:১৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯
বেনাপোলে সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ -শ্লোগানে বেনাপোল পৌর ছাত্রলীগের উদ্যোগে মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড মাঠে যশোর -১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় দিঘীরপাড় ফুটবল একাদশ ২-১ গোলে বড় আঁচড়া ফুটবল একাদশকে পরাজিত করে। আগে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সূচনা করেন।

খেলা শুরু হওয়ার আগে প্রয়াত সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
sportsmail24

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ।

এছাড়া যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রয়াত সিরাজুল ইসলামের পুত্র সাজ্জাদুল ইসলাম সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।

জামাল হোসেন, যশোর/স্পোর্টসমেইল২৪


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পোর্ট সিটি ইউনিভার্সিটি

চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পোর্ট সিটি ইউনিভার্সিটি

ঝিকরগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন

ঝিকরগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন

শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু

শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু

ক্রিকেটের মতো ফুটবলও দাঁড়াবে : শামীম ওসমান

ক্রিকেটের মতো ফুটবলও দাঁড়াবে : শামীম ওসমান