চট্টগ্রামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আন্তঃবিশ্ববিদ্যালয়ের এ ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মত অংশ নিয়েই গতবারের চ্যাম্পিয়ন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।খেলায় একমাত্র গোলটি করেন আজিজুল ইসলাম রাহাত (জার্সি-২১)। গোল করে দলকে জয়ী করা তাকেই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিন দখিনার সম্পাদক প্রফেসর সরওয়ার জাহান। সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সিজেকেএস ফুটবল কমিটির চেয়ারম্যান এস এম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএমের (বার) সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি, মেডেল ও নগদ ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন দখিনার সম্পাদক প্রফেসর সরওয়ার জাহান। এছাড়া রানার্সআপ দলকে ট্রফি, মেডেল ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. নুরুল আনোয়ার।
টুর্নামেন্টে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় রাহাত আহমদ নোভেল। তাকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন সিনিয়র কাউন্সিলর ডেরিক র্যান্ডলফ।
মো. নাহিদুল ইসলাম/স্পোর্টসমেইল২৪