যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০১৯ (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদ।
রোববার বিকেলে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় বাঁকড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে হারিয়ে ঝিকরগাছা সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
প্রথমার্ধ্বের ১৭ মিনিটের মাথায় ঝিকরগাছা সদর দলের অধিনায়ক আরিফ খান জয় একমাত্র গোলটি করেন। এরপর বাঁকড়া ইউনিয়ন পরিষদ গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেললেও সুফল আসেনি। সময় শেষে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ত্যাগ করেন তারা।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশের খেলোয়াড় আরিফ খান জয়। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাঁকড়া ইউনিয়ন একাদশের গোলরক্ষক কিরণ।ৎ
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হুমায়ুন কবীর। ফাইনাল খেলাটি উপভোগ করতে হাজার হাজার দর্শকের সমাগম হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-২ আসনের (ঝিকরগাছা) সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার ও চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।
জামাল হোসেন, যশোর