শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:২৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯
শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু

ছবি : স্পোর্টসমেইল২৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। পরে খেলোয়াড়দের সাথে তিনি পরিচিত হন।

প্রথমে অনুষ্ঠিত হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার খেলা। এতে নালিতাবাড়ী উপজেলা দল টাইব্রেকারে ২-১ গোলে ঝিনাইগাতী উপজেলা দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ছিল।
sportsmail24
অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার খেলায় ঝিনাইগাতী উপজেলা দল টাইব্রেকারে ৩-২ গোলে নালিতাবাড়ী উপজেলা দলের বিরুদ্ধে জয়লাভ করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য অমিমাংসিত ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়্যেদ এ. জেড মুরশীদ আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সামছুন্নাহার কামাল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান সহ ৫ উপজেলার ইউএনও, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দুটি খেলাই বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন।
sportsmail24
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম. এহছানুল মামুন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ৫২ ইউনিয়নের খেলা শেষে বাছাইকৃত খেলোয়াড় সমন্বয়ে গঠিত ৫ উপজেলা দল ও শেরপুর পৌরসভা দলসহ ৬টি করে অংশগ্রহণ করছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটের মতো ফুটবলও দাঁড়াবে : শামীম ওসমান

ক্রিকেটের মতো ফুটবলও দাঁড়াবে : শামীম ওসমান

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কামারেরচর ইউনিয়ন চ্যাম্পিয়ন

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কামারেরচর ইউনিয়ন চ্যাম্পিয়ন

কুড়িগ্রামে বঙ্গবন্ধু অনূর্ধ-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন পাঁছগাছী

কুড়িগ্রামে বঙ্গবন্ধু অনূর্ধ-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন পাঁছগাছী

নীলফামারীতে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট

নীলফামারীতে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট