শেরপুরের ফটিয়ামারি এলাকায় আব্দুল মজিদ সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চরপাড়া বঙ্গবন্ধু ক্লাব চ্যাম্পিয়ন ও খুনুয়া টাইগার্স ক্লাব রানারআপ হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকেলে ফটিয়ামারি নজগর আলী হাইস্কুল মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় চরপাড়া বঙ্গবন্ধু ক্লাব মিডল অর্ডার ব্যাটসম্যান রাকিব হোসেনের ব্যাটিং নৈপূণ্যে ৫ উইকেটে খুনুয়া টাইগার্স ক্লাবকে পরাজিত করে। ১০ ওভারের টি-টেন ফরমেটে অনুষ্ঠিত এ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে টস হেরে খুনুয়া টাইগার্স ক্লাব প্রথমে ব্যাট করে র্নিধারিত ১০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে। খুনুয়া টাইগার্সের পাইলট ৬৩ এবং ওপেনার শরন ২৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ফোর ডাউনে নামা রাকিব হোসেনের ঝড়োগতির ৮৪ রান ও এনামুলের ৩৮ রানের ওপর ভর করে চরপাড়া বঙ্গবন্ধু ক্লাব ৫ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ৪২ ইঞ্চি ফ্রিজ ও রানারআপ দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং সর্বোচ্চ রান সংগ্রাহক চ্যাম্পিয়ন দলের রাকিবকে ‘ম্যান অব দি ফাইনাল’ ক্রেস্ট পুরষ্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি শেরপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আয়োজক কমিটির সভাপতি মাহবুব রহমান পিটু বক্তব্য রাখেন।
নারী-পুরুষসহ বিপুল সংখ্যক দর্শক এ ফাইনাল খেলা উপভোগ করেন। খান বাহাদুর ফজলুর রহমান পিতা শিক্ষানুরাগী-সমাজ সংস্কারক আব্দুল মজিদ সরকারের নামে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে প্রতিবছর এ ধরনের ক্রিকেট টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার ঘোষণা দেন প্রয়াত আব্দুল মজিদ সরকারের নাতি সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।