বিশ্বকাপ শেষে দেশে ফিরে প্রিয়তমা স্ত্রীকে ঘরে তুলেছেন টাইগার পেসার কাটার মাস্টার মোস্তাফিজ। এরপর শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন মোস্তাফিজ। সেখানে থেকে ফিরে প্রথমবারের মতো নিজ বাড়িতে বউসহ ঈদ উদযাপন করলেন টাইগারদের এ পেসার।
সোমবার (১২ আগস্ট) ঈদুল আজহার দিন সকাল ৮টায় সাতক্ষীরার কালিগঞ্জের তেতুলিয়ায় বাড়ির পাশের মসজিদে ঈদের নামাজ আদায় করেন মোস্তাফিজ। বৃষ্টির কারণে ঈদগাহ ময়দান ভিজা থাকায় মসজিদে নামাজ পড়েন মোস্তাফিজসহ তার পরিবারের অন্য সদস্যরা।
বৃষ্টির কারণে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মোস্তাফিজ
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিজ গ্রামে পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন। মোস্তাফিজকে কাছে পেয়ে বাবা-মা, ভাই-বোন, বন্ধু পরিজনদের উচ্ছ্বাস প্রকাশ করেন। স্ত্রী সামিয়া পারভিন প্রথমবারের মতো মোস্তাফিজের পরিবারের সাথে ঈদ উদযাপন করেন।
এবারের ঈদে মোস্তাফিজ ১ লাখ ৩০ হাজার টাকা ও ১ লাখ ৫০ হাজার টাকা দামে দু’টো গরু কোরবানি দিয়েছেন। ঈদের নামাজ আদায় শেষে গরু দুটি কোরবানি দেন মোস্তাফিজ।