যশোরের ঝিকরগাছায় প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) ঐতিহ্যবাহী ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
১২ দলের পৃথক বালক-বালিকা প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে ৩টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ২টি বালিকা দলের খেলায় লাউজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানিসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলের ব্যবধানে বোধখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক পর্যায়ে লাউজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এর আগে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার ইসমত আরা পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যাম লুবনা তাক্ষী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। এছাড়া এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহেদ হাসান শামিম, সাধারণ সম্পাদক আহম্মেদ ইকবাল রাজু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, বিশিষ্ঠ ক্রীড়াবিদ আব্দুল বারিক, প্রধান শিক্ষক কওছার উদ্দিন ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়াশোনার পাশাপাশি শিশুদের বেশি বেশি খেলাধুলা করানোর জন্য উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
মো. জামাল হোসেন, যশোর