কুড়িগ্রামে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৫৪ পিএম, ২৫ জুন ২০১৯
কুড়িগ্রামে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন

‘মুভ লার্ন অ্যান্ড ডিসকভার’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার জেলা সেন্টডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে স্টেডিয়াম চত্বরে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ এ সময় বক্তব্য দেন।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শতাধিক ক্রীড়াবিদ ও ক্রীড়ামোদীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নাজমুল হোসাইন/কুড়িগ্রাম


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ঈদ উপলক্ষে সাতক্ষীরায় প্রীতি ফুটবল ম্যাচ

ঈদ উপলক্ষে সাতক্ষীরায় প্রীতি ফুটবল ম্যাচ

আজকের খুদে ক্রিকেটাররা আগামীর দিনের সাকিব-তামিম

আজকের খুদে ক্রিকেটাররা আগামীর দিনের সাকিব-তামিম

যশোর অনূর্ধ্ব-১৪ দলে খেলছেন ১৮ নারী ফুটবলার

যশোর অনূর্ধ্ব-১৪ দলে খেলছেন ১৮ নারী ফুটবলার

পটুয়াখালীকে উড়িয়ে সেমিফাইনালে বরগুনা

পটুয়াখালীকে উড়িয়ে সেমিফাইনালে বরগুনা