পটুয়াখালীকে উড়িয়ে সেমিফাইনালে বরগুনা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৩ জুন ২০১৯
পটুয়াখালীকে উড়িয়ে সেমিফাইনালে বরগুনা

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের যশোর ভেন্যুর উদ্বোধনী দিনে জয় পেয়েছে মাগুরা ও বরগুনা জেলা। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাগুরা ৩-১ গোলে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে বরগুনার কাছে ১০-০ গোলের বড় ব্যবধানে হেরে গেছে পটুয়াখালী জেলা দল।

মাগুরা ও সাতক্ষীরার মধ্যকার ম্যাচে মাগুরার দলপতি আনিকা তানজুমে ১০, ৪৬ ও ৫৮ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক করে। ম্যাচের ৬২ মিনিটে সাতক্ষীরার পক্ষে একমাত্র গোলটি করে আকলিমা।

দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পটুয়াখালী ও বরগুনা জেলা দল। বরগুনার শারমিন ও লায়লা আক্তার লামিয়া চারটি করে এবং তানিয়া ও ফেরদৌস একটি করে গোল করে।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি আসাদুজামান মিঠু। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তা ফারুখ হোসেন পিন্টু ও কোচ দিপক চন্দ্র নাথ, ডিএফএ’র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আরিফিন, কোষাধ্যক্ষ মফিজুর রহমান ডাব্লিউ, সদস্য আব্দুল মান্নান, অহেদুজ্জামান অহেদ, সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা ইফতেখার আলম, ক্রীড়া সংগঠক শফিউর রহমান মোহন, আশরাফুল ইসলাম, মাসরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. জামাল হোসেন, যশোর



শেয়ার করুন :


আরও পড়ুন

হাইভোল্টেজ ম্যাচে ভারতকে টসে হারালো পাকিস্তান

হাইভোল্টেজ ম্যাচে ভারতকে টসে হারালো পাকিস্তান

ঈদ উপলক্ষে সাতক্ষীরায় প্রীতি ফুটবল ম্যাচ

ঈদ উপলক্ষে সাতক্ষীরায় প্রীতি ফুটবল ম্যাচ

আজকের খুদে ক্রিকেটাররা আগামীর দিনের সাকিব-তামিম

আজকের খুদে ক্রিকেটাররা আগামীর দিনের সাকিব-তামিম

যশোর অনূর্ধ্ব-১৪ দলে খেলছেন ১৮ নারী ফুটবলার

যশোর অনূর্ধ্ব-১৪ দলে খেলছেন ১৮ নারী ফুটবলার