সাতক্ষীরার কলারোয়ার কয়লায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে কয়লা হাইস্কুল মাঠে স্থানীয় কয়লা প্রগতী সংঘ ও খোরদো কপোতাক্ষ ফুটবল একাদশের মধ্যে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেওকোন দলই গোল করতে পারেনি। বিরতির পর ১২ মিনিটের মাথায় কয়লা প্রগতী সংঘের ১০ নম্বর জার্সিধারী ঢাকার বিকেএসপির খেলোয়াড় হাসিবুল গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন।
নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় খোরদোকে ১-০ গোলেই পরাজিত করে কয়লা। ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ প্রীতি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম। এছাড়া তার সহকারী রেফারির দায়িত্ব পালন করেন আলফাজ ও রহমান। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আব্দুর রাজ্জাক।
বিপুল সংখ্যাক দর্শেক খেলাটি উপভোগ করেন। এছাড়া কয়লা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কয়লা প্রগতী সংঘের সাধারণ সম্পাদক মাস্টার আসাদুল ইসলাম আসাদ, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রীড়া সংগঠক মশিয়ার রহমান, আলফাজ হোসেন, ডা. নাজমুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আসাদ সরদার/সাতক্ষীরা