ত্রিদেশীয় সিরিজ জিতে তিনদিনের ছুটিতে দেশে এসেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশে ফিরেই মনোযোগ দিলেন নিজ এলাকার কৃষকদের প্রতি।
নড়াইল জেলা প্রশাসককে (ডিসি) ফোন করে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দিয়েছেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য। রোববার (১৯ মে) রাতে জেলা প্রশাসককে (ডিসি) ফোন করে তিনি এ নির্দেশ দেন।
আয়ারল্যান্ড গত শনিবার (১৮ মে) রাতে দেশে ফিরেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশে ফিরে জানতে পারেন, কৃষকরা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তাদের উৎপাদন খরচও উঠছে না।
বিষয়টি জানার পর রোববার রাত ১০টার দিকে জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মাশরাফি।
মাশরাফি বলেন, ‘কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক আনজুমান আরা মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরাও চাই কৃষক যাতে তাদের কষ্টে উৎপাদিত ন্যায্য মূল্য পায়। এ জন্য সকলের সহযোগিতাও কামনা করছি।’
হাফিজুল নিলু, নড়াইল