জেএফএ কাপে সেমিতে রাজশাহী-ঠাকুরগাঁও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৫ নভেম্বর ২০১৭
জেএফএ কাপে সেমিতে রাজশাহী-ঠাকুরগাঁও

জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলের সেমিফাইনালে উঠেছে রাজশাহী ও ঠাকুরগাঁও। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রাজশাহী ৩-১ গোলে রাজবাড়ীকে এবং দ্বিতীয় ম্যাচে ঠাকুরগাঁও ৫-০ গোলে মানিকগঞ্জকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে।

রাজশাহীর গোল করেছেন স্বপ্না ও হাসি। রাজবাড়ীর গোল করেছেন সাদিয়া। রাতের ম্যাচে ঠাকুরগাঁয়ের বড় জয় এসেছে হান্নার হ্যাটট্রিকে। হান্না ৩, ১০ ও ৫৭ মিনিটে গোল করেন। অন্য গোল দুটি করেছেন রানী ও কাকলী।

রাজশাহী প্রথম ম্যাচে হারিয়েছিল মানিকগঞ্জকে এবং ঠাকুরগাঁও হারিয়েছিল রাজবাড়ীকে।

উল্লেখ্য, জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গত ২০ আগস্ট থেকে শুরু হয়েছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল প্রতিযোগিতা। দেশব্যাপী শুরু এ প্রতিযোগিতায় দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী ছয়টি ভেন্যুতে টুর্নামেন্টের বাছাইপর্ব হওয়ার পর এখন মূলপর্ব হচ্ছে ঢাকায়।

ছয়টি ভেন্যুতে মোট ৩৬টি দল অংশ নেয় টুর্নামেন্টে। ভেন্যুগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী, গাইবান্ধা, যশোর, রাজবাী, শেরপুর ও লক্ষ্মীপুর। এদিকে এবারও এই টুর্নামেন্টের পাওয়ার স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন গ্রুপ।



শেয়ার করুন :