দিনাজপুরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৬ মে ২০১৯
দিনাজপুরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে এ কথা উল্লেখ করে দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল হক প্রধান বলেছেন, ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

জীবনে প্রতিষ্ঠিত হতে হলে ভালভাবে পড়াশুনা করতে হবে এবং পড়াশুনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিক চর্চাও বাড়াতে হবে। কারণ তরুণদের পরিপূর্ণ শারীরিক গঠন ও বিকাশের জন্য ক্রীড়া চর্চার প্রয়োজন রয়েছে। একমাত্র খেলাধুলাই পারে মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে। একটি সুস্থ, সবল ও সৃষ্টিশীল জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই।

৬ মে ২০১৯ সোমবার সকালে উপশহরস্থ তফিউদ্দীন মেমোরিয়্যাল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সেলিম আখতার চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. আবু তৈয়ব আলী দুলাল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভঅপতি মো. আখতারুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোত্তালেব। স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, অন্যান্য স্কুলের ন্যায় এই স্কুলও যাতে আধুনিকতার ছোয়া পায় এজন্য অতিথিবৃন্দের গুরুত্বপূর্ণ ভ‚মিকা প্রয়োজন।

অন্যান্যদের মধ্যে বিদ্যালয় প্রতিষ্ঠা কমিটির সাধারণ সম্পাদক টি আই নূরন্নবী চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য মো. জেহের উদ্দিন সুমন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ফাহিমা ইয়াসমিন কলি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শহীদুজ্জামানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন, দিনাজপুর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হাসপাতালে ডাক্তার না পেয়ে মাশরাফির ক্ষোভ

হাসপাতালে ডাক্তার না পেয়ে মাশরাফির ক্ষোভ

পুলিশের বার্ষিক সমাবেশে অন্যরকম আয়োজন

পুলিশের বার্ষিক সমাবেশে অন্যরকম আয়োজন

দিনাজপুর জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

দিনাজপুর জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন শাহজালাল বলী

জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন শাহজালাল বলী