দিনাজপুর জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে দিনাজপুর জিমন্যাসিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল ইসলাম।
জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বজলুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু।
এছাড়াও ব্যাডমিন্টন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান শিলুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।
বক্তব্য শেষে টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি।
এমদাদুল হক মিলন, দিনাজপুর