শেরপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা ও সমাবেশের উদ্বোধন করেন। পরে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা প্যারেডে অংশ নেন। এছাড়া দৌড়, বালিশ খেলা, অ্যালার্ম প্যারেড, দ্রুত সময়ে জব্দ তালিকা তৈরি, কলাগাছ বেয়ে ওঠাসহ ৩১টি ইভেন্টে খেলাধুলায় অংশ নেন পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য দ্রুত হাটা, মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার ও শিশুদের জন্য বিস্কুট দৌড় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী সোহাগপুর গণহত্যার ঘটনাকে উপজীব্য করে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। এ সময় ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধ, শাপলা ও স্টার ডিসপ্লে প্রদর্শন করে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ডিআইজি পত্নী প্রণীতা সরকার। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, জেলা ও দায়রা জজ কে এম শহীদ হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া সরকারি বেসরকারি কর্মকর্তা, পুলিশ-বিজিবি-র্যাব ও অন্যান্য বাহিনীর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।