দায়িত্ব নিলেন শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৪ এপ্রিল ২০১৯

দেশের সীমান্তবর্তী শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদী নব-নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আনার কলি মাহবুব সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিমের সঞ্চালনায় নতুন কমিটির কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বক্তারা নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থাগুলোকে গতিশীল করা, বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার মাঠ সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ গ্রহণ এবং প্রাক্তণ ও জাতীয় পর্যায়ে অবদান রাখা ক্রীড়াবিদ-সংগঠকদের সম্মাননা প্রদান এবং বেশি বেশি খেলার আয়োজন করার উপর গুরুত্বারোপ করেন।

নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত নতুন কমিটির নেতৃবৃন্দ নব উদ্যমে জেলার ক্রীড়াঙ্গণকে সচল রাখতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত তকরে সভায় সভাপতি ও জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

গত ২৮ মার্চ নাজিমুল হক নাজিমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি নির্বাচিত হন। সভা শুরুর আগে জেলা ক্রীড়া সংস্থার দাবা প্রতিযোগিতা-২০১৯ ও ১ম স্কুল (অ-১৬) দাবা প্রতিযোগিতা-২০১৯ বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

লাখ টাকা পুরস্কার পেলেন ক্রিকেটার জ্যোতি

লাখ টাকা পুরস্কার পেলেন ক্রিকেটার জ্যোতি

শেরপুরে নাগরিক সংবর্ধনায় সিক্ত এশিয়া কাপ জয়ী জ্যোতি

শেরপুরে নাগরিক সংবর্ধনায় সিক্ত এশিয়া কাপ জয়ী জ্যোতি

বর্ষবরণে শেরপুরে শিশু আনন্দমেলা-লোকজ খেলাধুলা

বর্ষবরণে শেরপুরে শিশু আনন্দমেলা-লোকজ খেলাধুলা

নালিতাবাড়ীতে যৌতুক-বাল্যবিয়ে বিরোধী নারী ফুটবল ম্যাচ

নালিতাবাড়ীতে যৌতুক-বাল্যবিয়ে বিরোধী নারী ফুটবল ম্যাচ