নড়াইলে জাতীয় ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়-রেফারির হাতাহাতি

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২২ এপ্রিল ২০১৯

নড়াইলে অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়-রেফারিদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। ২২ এপ্রিল সোমবার নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে রংপুর-বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল টুর্নামেন্টে সোমবার রংপুর বিভাগীয় দলের মুখোমুখি হয় বরিশাল বিভাগীয় দল। ম্যাচের একটি আক্রমণ থেকে প্রথমার্ধের দুই মিনিটে রুহোল গোল করে বরিশাল দলকে এগিয়ে নেন ।

গোল পরিশোধে জন্য রংপুর বিভাগ বেশ কয়েকটি আক্রমণ করে। কিন্তু তারা কোন গোলের দেখা পায়নি । খেলা শেষ হবার ৩২ মিনিটের দিকে রংপুরের একজন খেলোয়াড় ফাউল করলে রেফারি সাগর খান তাকে লাল কার্ড দেখান ।

এতেই বাঁধে বিপত্তি। এ ঘটনায় রংপুরের খেলোয়াড়েরা ক্ষিপ্ত হয়ে রেফারির সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠে।

সহকারি রেফারিরা বিষয়টি ভালোভাবে নেন নি । তারা খেলোয়াড়দের হাতে থাকা পতাকার লাঠি দিয়ে খেলোয়াড়দের পেটাতে থাকেন। পরে রংপুরের খেলোয়াড়েরা খেলতে রাজি না হলে রেফারি খেলা শেষ করে দেন ।

হাফিজুল নিলু, নড়াইল



শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে পড়েও বরিশালকে গোল বন্যায় ভাসালো ঢাকা

পিছিয়ে পড়েও বরিশালকে গোল বন্যায় ভাসালো ঢাকা

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

ঢাকার কাছে রংপুরের হার

ঢাকার কাছে রংপুরের হার

নড়াইলের স্বাস্থ্যসেবা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে মাশরাফি

নড়াইলের স্বাস্থ্যসেবা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে মাশরাফি