শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যৌতুক-বাল্যবিয়ে বিরোধী নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেলে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সচেতনতামূলক নারী ফুটবল খেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
যৌতুক-বাল্যবিয়ে বিরোধী ফুটবল ম্যাচে নালিতাবাড়ীর কাকরকান্দি কিশোরী ক্লাবের মুখোমুখি হয় শ্রীবরদীর ভায়াডাঙ্গা কিশোরী ক্লাব। খেলায় শ্রীবরদীর ভায়াডাঙ্গা কিশোরী ক্লাব ১-০ গোলে জয়লাভ করে।
নালিতাবাড়ী উপজেলা প্রশাসন, নালিতাবাড়ী পৌরসভা, প্রেসক্লাব নালিতাবাড়ী, শেরপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি’র সহায়তায় নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আয়োজনে নারী ফুটবল খেলার শুরু আগে বাল্যবিয়ে ও যৌতুক বিরোধী শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্যটি পাঠ করান ইউএনও মো. আরিফুর রহমান
পরে জনউদোগ শেরপুর জেলা কমিটির আহবায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বাল্যবিয়ে ও যৌতুকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌরসভার মেয়র মো. আবু বক্কর সিদ্দিক, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ী থানার ওসি মো. আবুল খায়ের, প্রেসক্লাব সভাপতি এমএ হাকাম হীরা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান প্রমুখ।
শাকিল মুরাদ, শেরপুর