কুড়িগ্রামে ৪০তম জাতীয় সাইক্লিন প্রতিযোগিতা শুরু

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:১২ এএম, ২০ এপ্রিল ২০১৯
কুড়িগ্রামে ৪০তম জাতীয় সাইক্লিন প্রতিযোগিতা শুরু

কুড়িগ্রামে ৪০তম জাতীয় সাইক্লিন প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার মহিলা ব্যক্তিগত ২০ কিলোমিটার রোড রেস ইভেন্টে দিনের শুরুতে প্রথম স্বর্ণ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণা বর্মা।

এ ইভেন্টে আনসারের শরিফা আক্তার রৌপ্য এবং বিজিএমসি’র রিতা খাতুন পেয়েছেন ব্রঞ্জ। পুরুষ ৪০ কিলোমিটার রোড রেসে বিজিবি’র সবুর হোসেন স্বর্ণ, সেনাবাহিনীর হেলাল হোসেন রৌপ্য এবং আনসারের হাসান আলী ব্রঞ্জ জিতেছেন। এছাড়া আরও মোট ৬টি ইভেন্টে চূড়ান্ত ফলাফল নিষ্পত্তি হয়েছে।

কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। বাংলাদেশ সাইক্লিনিং ফেডারেশনের সভাপতি সফিউল্যাহ আল মুনীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম পিপিএম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, ইনডেক্স গ্রুপ’র চেয়ারম্যান জাকিয়া তাজিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান প্রমুখ।

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৬টি কর্পোরেট এবং ১৫টি জেলা দলের আড়াইশ জন সাইক্লিটস অংশগ্রহণ করছেন।

নাজমুল হোসাইন/কুড়িগ্রাম


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকার কাছে রংপুরের হার

ঢাকার কাছে রংপুরের হার

বর্ষবরণে শেরপুরে শিশু আনন্দমেলা-লোকজ খেলাধুলা

বর্ষবরণে শেরপুরে শিশু আনন্দমেলা-লোকজ খেলাধুলা

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

ইউরোপা লিগের সেমিতে আর্সেনাল ও চেলসি

ইউরোপা লিগের সেমিতে আর্সেনাল ও চেলসি