বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের অভিষেকেই জয় তুলে নিয়েছে স্বাগতিক সিলেট সিক্সার্স। নিজেদের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিলেট ৯ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটসকে।
বিপিএলে সিলেট ভেন্যুর অভিষেকেই দল জয় পাওয়ায় আনন্দিত স্বাগতিকদের ক্রিকেট প্রেমিরা। নাসির-সাব্বিদের ধন্যবাদ দিতে ভুল করেননি সিলেটের ক্রিকেট প্রেমিরা। ম্যাচ শেষে জয়োল্লাস করে মিছিলও বের করেন তারা। চিৎকার দিয়ে ক্রিকেটপ্রেমিরা বলতে থাকেন, ‘সিলেট..সিলেট..লাগবে বাড়ি..বাউন্ডারি।’
বিপিএলের আগের চার আসরে অংশ নেয়নি সিলেট। এবারই প্রথম বিপিএলে অংশ নেয় তারা। আর নিজেদের অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক জয় তুলে নেয় তারা। এমন জয়কে সিলেটের ক্রিকেট প্রেমিরা অঘটন বলছেন, ‘প্রথমবার খেলতে নেমেই গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দেয়া অনেক বড় ব্যাপার। এটি অঘটনই।’
সিলেটের টিলাগড়ে অবস্থিত ঐতিহ্যবাহী এমসি কলেজে স্নাতকের তৃতীয় বর্ষের শিক্ষাথী নুরুল হোসেন বলেন, ‘নাসির-সাব্বিরদের ধন্যবাদ। প্রথম ম্যাচেই আমাদের জয় উপহার দেয়া।’
সিলেটের কুমারগাঁও এলাকায় অবস্থিত শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, ‘সিলেটের এমন জয় পরবর্তীতেও অব্যাহত থাকবে এবং এবার আমরা শিরোপা জিতবো।’
আগামীকাল রোবাবর নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। বিপিএলের সিলেট পর্বে ৭ ও ৮ নভেম্বর আরও দু’টি ম্যাচ খেলবে স্বাগতিকরা।