‘‘খেলবে প্রতিবন্ধী ফুটবল-উৎসাহীরা সব মাঠে চল ’’এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবন্ধীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী প্রতিবন্ধী কল্যান সংস্থার আয়োজনে রোববার শহীদ খুশি রাজবাড়ী রেলওয়ে ময়দানে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় রাজবাড়ী পৌরসভা প্রতিবন্ধী কল্যান সংস্থা ফুটবল দল মুখোমুখি হয় মিজানপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ফুটবল দলের। প্রীতি ম্যাচে মিজানপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ফুটবল দলকে ১০-৫ গোলে পরাজিত করে রাজবাড়ী পৌরসভা প্রতিবন্ধী কল্যান সংস্থা ফুটবল দল।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন রাজবাড়ী পৌরসভা প্রতিবন্ধী কল্যান সংস্থা ফুটবল দলকে ১৭ হাজার টাকা এবং রানার্স আপ মিজানপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ফুটবল দলকে ১৫ হাজার পুরষ্কার দেওয়া হয়।
এতে পৌরসভা প্রতিবন্ধি কল্যান সংস্থা মিজানপুর প্রতিবন্ধি উন্নয়স সংস্থাকে ৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। রাজবাড়ী প্রতিবন্ধি কল্যান সংস্থা এবং ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর শেখ তিতুর আয়োজনে খেলায় পৌরসভা ৪ নং ওয়ার্ড প্রতিবন্ধি কল্যান সংস্থা এর পক্ষে ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর শেখ তিতু এবং মিজানপুর ইউনিয়ন প্রতিবন্ধি ফুটবল একাদশের পক্ষে সার্বিক সহ-যোগীতা করেন আমিন উদ্দিন আহম্মেদ টুকু ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধি সমিতির সভাপতি সন্টু দে শাওন ,সাধারন সম্পাদক মোঃখোকন হোসেন ,মিজানপুর প্রতিবন্ধি সভাপতি মোঃ দুলাল শিকদার এবং সাধারন সম্পাদক মোঃ রুবেল শেখ। খেলা সার্বিক পরিচালনা কবরেন মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেস্টা মোঃ আজম মন্ডল ।
রুবেলুর রহমান,রাজবাড়ী