বাংলা বর্ষবরণ উপলক্ষে শিশু আনন্দমেলায় লোকজ খেলাধুলায় মেতে উঠেছিল শেরপুরের শিশুরা। শনিবার স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি দিনব্যাপী এ শিশু আনন্দমেলার আয়োজন করে।
আনন্দ মেলায় দৌড়, মোরগ লড়াই, স্কিপিং, বৌছি, হাড়িভাঙ্গা, ঘুড়ি উড়ানো এবং যেমন খুশি তেমন সাজো ইভেন্টে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিশু অংশগ্রহণ করে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান শিশু আনন্দমেলার উদ্বোধন করেন।
মেলায় বড় এবং ছোট দু’টি পৃথক গ্রুপে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে প্রতিটি ইভেন্টের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে জেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে পুরষ্কার প্রদান করা হয়।