রাজবাড়ীতে দুই দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধনী দিনে শনিবার (১৩ এপ্রিল) গ্রাম বাংলার প্রায় বিলুপ্তপ্রায় লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগপূর্ণ আহাওয়া উপেক্ষা করে শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বাঙালির প্রাণের এ সার্বজনীন উৎসব ও বৈশাখী মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এ সময় জেলা প্রশাসক মো. শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এতে লাঠির বিভিন্ন কৌশল দেখান লাঠিয়ালরা। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল রয়েছে মঙ্গল শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানা আয়োজন।
রুবেলুর রহমান/রাজবাড়ী