নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৬ এপ্রিল ২০১৯
নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা বিলে অনুষ্ঠিত হয়েছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতায় নড়াইল, যশোর, মাগুরাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে ১৯টি ঘোড়া অংশগ্রহণ করে।

পয়েন্ট ভিত্তিক এই প্রতিযোগিতায় দীর্ঘ দুই কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেছে যশোরের নওয়াপাড়া এলাকার ইয়াসিনের ঘোড়া। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধীকারীদের পুরস্কার দেয়া হয়।

প্রথম হওয়ায় ইয়াসিনকে ৬ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামের ঘোড়ার মালিক বাহাদুর সরদারকে ৪ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিক মাগুরা জেলার মোহম্মদপুর এলাকার আনোয়ার হোসেনকে ২ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়।
sportsmail24
এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক ঘোড়ার মালিককে সান্ত্বনা পুরস্কার হিসেবে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

মেলার আয়োজক কমিটির সভাপতি চন্ডিবরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান ও ইউপি সদস্য রবিউল ইসলাম রুনু এ পুরস্কার বিতরণ করেন। এ সময় এলাকায় অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার শত শত মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।

হাফিজুল নিলু/নড়াইল


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি

ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি

বাগেরহাটের কাবাডি প্রতিযোগিতায় চিতলমারী চ্যাম্পিয়ন

বাগেরহাটের কাবাডি প্রতিযোগিতায় চিতলমারী চ্যাম্পিয়ন

ক্রীড়া দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা

ক্রীড়া দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা

অভিনেত্রী জয়া আহসান এবার খেলার মাঠে

অভিনেত্রী জয়া আহসান এবার খেলার মাঠে