‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রতি, বাংলাদেশের অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের গিয়ে শেষ হয়।
র্যালির শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার কর।
এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, গোলাম মওলা, প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফি, যুগ্ম-সম্পাদক দেবদাস চক্রবর্তী পুলক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত থেকে খেলোয়াড়দের দূরে থাকার আহ্বান জানান অতিথিরা এবং খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে - এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দেয়া হয়। পড়াশোনার পাশাপাশি যুব সমাজকে খেলায় মনোনিবেশের পরামর্শ দেন। এছাড়া রাজবাড়ী ক্রীড়াঙ্গনের খেলাধুলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।
রুবেলুর রহমান/রাজবাড়ী