মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজবাড়ীতে লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ডা. কামরুল হাসান লালী ও ডা. রেহানা ফাউন্ডেশনের উদ্দ্যোগ এবং লাঠি খেলা উদযাপন কমিটির আহবায়ক আবুল কালামের সহযোগিতায় শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
লাঠি খেলায় রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ, কালুখালী ও নবাবপুর এলাকার ছয়টি দল অংশ গ্রহণ করেন। খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলসহ প্রতিটি দলকে পুরস্কৃত করা হয়। এ সময় লাঠির সাহায্যে আত্মরক্ষার বিভিন্ন অঙ্গ ভঙ্গিসহ লাঠি খেলা দেখান খেলোয়াড়রা। এতে বৃদ্ধ, যুবক, কিশোর ও শিশু খোলোয়াড়রা তাদের লাঠির পারফমেন্স দেখান। গ্রাম বাংলার এ হারানো লাঠি খেলা দেখতে শিশু, নারী পুরুষসহ হাজারো মানুষের সমাগম ঘটে।
মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. কামরুল হাসান লালীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শওকত আলী, মোস্তফা মেটাল ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম মুন্সি, মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী প্রমুখ।
প্রধান অতিথি সাংসদ কাজী কেরামত আলী এমপি বলেন, এখন লাঠি খেলা আগের মত আর দেখা যায় না। এ খেলার মাধ্যমে শরীর চর্চাও হয়। এই খেলায় আত্মরক্ষার অনেক কৌশল রয়েছে। তাই শুধু লাঠি খেলা নয়, গ্রাম বাংলার হারাতে বসা সকল খেলার আয়োজন করে বর্তমান প্রজন্মের মধ্যে সেই চেতনা ছড়িয়ে দেওয়া উচিত।