মাদক মুক্ত সমাজ গড়তে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাসব্যাপী অনূর্ধ্ব-১৬ ভলিবল ক্যাম্প শেষ হয়ছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত মঙ্গলবার সমাপনী দিনে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ভলিবল প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারী উপজলার পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ৩০ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ শুরু হয়। এই ৩০ জন প্রশিক্ষনার্থী থেকে বাছাই করে ৬ জনকে বিভাগীয় দল গঠন করার জন্য মনোনিত করা হয়। বাংলাদেশ পুলিশের জাতীয় ভলিবল দলের অধিনায়ক নালিতাবাড়ীর সন্তান ফিরুজ আলমের নেতৃত্বে প্রশিক্ষণ করানো হয়। এছাড়া সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আরিফুজ্জামান কামাল।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন, গোজাকুড়া মাদ্রসার সুপার আলহাজ্ব মো. জামাল উদ্দিন।
এ বিষয়ে প্রশিক্ষক ফিরুজ আলম স্পোর্টসমেইল২৪ কে বলেছিলেন, মূলত তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও তাদের কে খেলার প্রতি আগ্রহ বাড়াতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আশা করি এমন উদ্যেগ অব্যহত থাকবে।