নালিতাবাড়ীতে ব্যতিক্রমী উদ্যোগ, মাদক বিরোধী ফুটবল ম্যাচে ওমর সানী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৮ এপ্রিল ২০২৫
নালিতাবাড়ীতে ব্যতিক্রমী উদ্যোগ, মাদক বিরোধী ফুটবল ম্যাচে ওমর সানী

সকল বয়সের ক্রীড়াপ্রেমিকে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ফুটবল খেলা। সেখানে প্রান্তিক গ্রামীণ কোন এলাকায় যদি ফুটবল ম্যাচে সরাসরি উপস্থিত থাকেন কোন তারকা তাহলে সেটি আরও ভিন্নমাত্রা যোগ করে। তেমনি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামিউল হক স্পোর্টস একাডেমি।

‌‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস’ স্লোগানে শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ির এ স্পোর্টস একাডেমিটি ১২টি উইনিয়নে একটি করে ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় ৭ এপ্রিল (সোমবার) পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সামিউল হক স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত এটি ছিল দ্বিতীয় ম্যাচ। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করা ছাড়াও ম্যাচের উদ্বোধন করেন তিনি। এ সময় মাঠের চারপাশে উপস্থিত হাজারও দর্শকরা চিত্রনায়ক ওমর সানিকে অভিবাধন জানান।

শেরপুর ফুটবল ট্রেনিং সেন্টার বনাম সামিউল হক স্পোর্টস একাডেমির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ব্যবধানে শেষ হয়। ম্যাচটি হাজারো ক্রীড়ামোদী দর্শক উপভোগ করেন।

ম্যাচের মধ্যাহ্ন বিরতিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ওমর সানী। এ সময় প্রান্তিক এলাকায় এমন ফুটবল ম্যাচ আয়োজনের প্রসংশা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দৃষ্টি আকর্ষন করেন তিনি। দেশের ফুটবলের উন্নয়নে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করার আহ্বান জানান ওমর সানী।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মো. সামিউল হক। স্পোর্টসমেইলকে তিনি বলেন, “প্রান্তিক পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ তৈরি করতেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে তার একাডেমি (সামিউল হক স্পোর্টস একাডেমি) থেকে বেশ কয়েকজন ফুটবলার দেশের বড় একটি ক্লাবে যোগদানের দ্বারপ্রান্তে রয়েছে।”



শেয়ার করুন :