‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শেরপুরে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫। শেরপুর সরকারি কলেজ মাঠে সোমবার সকালে প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বেলুনের ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় চারবারের চ্যাম্পিয়ন সরকারী ভিক্টোরিয়া একাডেমিকে ৪২ রানে পরাজিত করে শুভ সূচনা করেছে আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল। বিসিবি’র ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঢাকা (নর্থ) শেরপুর ভেন্যুতে জেলা সদরের ৪টি স্কুল এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।
কুয়াশার কারণে সকালে খেলা শুরুর বিলম্ব হলে ৫০ ওভারের ম্যাচ কার্টেল করে ৪০ ওভারে নির্ধারণ করা হয়। টস জিতে সরকারি ভিক্টোরিয়া একাডেমি ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল দলকে। আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল প্রথমে ব্যাট করে ৩০ ওভার ৪ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৭৩ রান করে।
জবাবে সরকারি ভিক্টোরিয়া একাডেমি ব্যাটাররা লড়াই করলেও ৩৪ ওভার ১ বলে ১৩১ রানে অলআউট হলে ৪২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আইডিয়ালের ক্রিকেটাররা।
খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রউফ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।
হাকিম বাবুল, শেরপুর/আরএস