ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে অন্যান্য বিভাগের ন্যায় আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসেবে স্বীকৃতি প্রদানসহ কয়েকটি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্রীড়ামোদীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) নগরীর সার্কিট হাউস মাঠে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন থেকে জাতীয় ক্রিকেট লিগ, বয়স ভিত্তিক লিগ, টুর্নামেন্ট ও প্রোগ্রামে অন্তর্ভূক্তকরণসহ বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও কাউন্সিলর এবং সংশোধিত গঠনতন্ত্রে ময়মনসিংহ আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা হতে পরিচালক পদ সৃষ্টির দাবি জানানো হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক এ কে এম মাহবুবুল আলম, বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানসহ রাজনৈতিক, সামাজিক এবং ক্রীড়া সংগঠকরা বক্তব্য রাখেন।
বিসিবির গঠনতন্ত্র সংশোধন: তিন দিনের আল্টিমেটাম, লিগ বর্জনের হুঁশিয়ারি
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধনী সংক্রান্ত একটি খরসা প্রকাশ পেয়েছে। যেখানে নানা বিষয়ে সংশোধন আনা হলেও বিসিবিতে ময়মনসিংহকে আলাদা বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। বিষয়টি নিয়ে ময়মনসিংহের ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকেও বিসিবি বরাবর একটি স্মরকলিপি দেওয়া হবে বলে জানানো হয়।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বরে ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা -এই চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ করা হয়। বিভাগ ঘোষণার ১০ বছর চললেও এখনো ক্রীড়া ক্ষেত্রে আলাদা বিভাগ নামের মর্যদা দেওয়া হয়নি।