‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। জেলার ঐতিহ্যবাহী শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে সদর উপজেলা (শেরপুর) প্রশাসনের আয়োজনে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
বুধবার ( ১৫ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে লাল দল ও সাদা দলে বিভক্ত হয়ে সদর উপজেলার ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলায় নির্ধারিত সময় পর্যন্ত উভয় দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হওয়ায় গোলশূন্যভাবে শেষ হয় খেলা।
খেলা শেষে উভয় দলে খেলোয়াড়দেরকেই শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এর আগে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রবিউন করিম মনি, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
এছাড়া ক্রীড়া সংগঠক মো. আব্দুল মান্নান, হারুন অর-রশীদ, শেখ মোহাম্মদ হিমনসহ অন্যান্যরা উপস্থিত থেকে ফুটবল ম্যাচটি উপভোগ করেন। ম্যাচটিতে রেফারি হিসেবে মো. মুজিবুর রহমান, মো. শফিউল্লাহ ও হারুনুর রশীদ দায়িত্ব পালন করেন।
হাকিম বাবুল, শেরপুর/আরএস