ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শেরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট প্রতিযোগিতা। টি-টেন ফরমেটের এ ক্রিকেটে প্রতিযোগিতায় জেলা শহরের মাধ্যমিক পর্যায়ের ২টি বিদ্যালয় এবং ২টি ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করে।
শেরপুর সরকারি কলেজ মাঠে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী টি-টেন ফরমেটের এ ক্রিকেট প্রতিযোগিতা। ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় সরকারি ভিক্টোরিয়া একাডেমিকে ৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল ক্রিকেট একাডেমি।
টস জিতে ব্যাট করেতে নেমে ফয়সাল ও অনন্য’র ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ৯৯ রানের সংগ্রহ গড়ে সরকারি ভিক্টোরিয়া একাডেমি। দলের পক্ষে ব্যাট হাতে ২৮ বল খেলে ৭ ছক্কা ও ২ চারে ৬১ রান করেন ফয়সাল এবং ১৫ বল খেলা অনন্য’র ব্যাট থেকে আসে ১৬ রান।
সরকারি ভিক্টোরিয়া একাডেমির পক্ষে বল হাতে একটি করে উইকেট শিকার করেন আজিজুল, সিনহা, লাম, রায়হান ও রাজন।
জয়ের জন্য ১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার ইয়াকুব এবং রনকের ব্যাটে ভালো শুরু করলেও দুই উইকেট পতনের পর ধাক্কা খায় সরকারি ভিক্টোরিয়া একাডেমি। ইয়াকুব ২৪ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪৩ এবং ১৯ বলে ২টি চারের মারে ২৪ রান করেন রনক।
এরপর আইডিয়ালের বোলার ও ফিল্ডারদের দুর্দান্ত পারফম্যান্সে শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ৯০ রানে শেষ হয় ভিক্টোরিয়ার ইনিংস। জয়ের সম্ভাবনা তৈরি করেও ৯ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়ানরা।
দলের জয়ে আইডিয়ালের পক্ষে কাজল, আলামিন ও জনি একটি করে উইকেট শিকার করেন। সর্বোচ্চ ৬১ রান করে আইডিয়াল ক্রিকেট একাডেমির ফয়সাল ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ছাড়াও খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহ্ মো কামাল উদ্দিন। এ সময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান, বিশেষ অতিথি মডেল গার্লস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম মামুনুর রশীদ পলাশ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার বক্তব্য রাখেন।
ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শেরপুরে এবারই প্রথমবারের মতো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের মাধ্যমিক পর্যায়ের ২টি বিদ্যালয় ও ২টি ক্রিকেট একাডেমির ক্রিকেটাররা নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করে।
হাকিম বাবুল, শেরপুর/আরএস