জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল: রাজশাহীতে চার সেমি-ফাইনালিস্ট চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৮ জুন ২০২৪
জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল: রাজশাহীতে চার সেমি-ফাইনালিস্ট চূড়ান্ত

জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলের সেমি-ফাইনালে উঠেছে রাজশাহী, রাঙ্গামাটি, মাগুরা ও দিনাজপুর জেলা। শনিবার (৮ মে) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম ম্যাচে মাগুরা জেলা ৩-২ গোলের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়। মাগুরা জেলার রিয়া দু'টি গোল করে। প্রেমা করে একটি গোল। চাঁপাইনবাবগঞ্জের সালেহা ও মনিরা একটি করে গোল করে।

দিনের দ্বিতীয় ম্যাচে মনিরার হ্যাটট্রিকে ময়মনসিংহ জেলা ৩-২ গোলের ব্যবধানে দিনাজপুর জেলাকে পরাজিত করে। দিনাজপুরের পুজা ও বর্ণা একটি করে গোল করে। ম্যাচে দিনাজপুর পরাজিত হলেও বাইলজের ৫(৪) ধারা অনু্যায়ী গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠে দিনাজপুর।

ম্যাচগুলোতে রেফারির দায়িত্ব পালন করেন খাদিজা ও শাহীন।

রোববার বিরতি দিয়ে সোমবার প্রথম সেমি-ফাইনালে রাঙ্গামাটি দিনাজপুর জেলার এবং মঙ্গলবার দ্বিতীয় সেমি-ফাইনালে স্বাগতিক রাজশাহী জেলা মাগুরা জেলার মোকাবেলা করবে।

মো. ফয়সাল আল, রাজশাহী/আরএস



শেয়ার করুন :