শেরপুরে স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০১ জুন ২০২৪
শেরপুরে স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা

শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপ-কমিটির ব্যবস্থাপনায় শুরু হয়েছে তৃতীয় স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা। শুক্রবার ( ৩১ মে) শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়াম মিলনায়তনে এ প্রশিক্ষণ ও প্রতিযোগিতা কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। প্রশিক্ষণ প্রদান করেন অরবিটার হাকিম বাবুল ও সিনিয়র দাবাড়ু নজরুল ইসলাম। প্রশিক্ষণে জেলার ৯টি স্কুলের ৩৪ জন ক্ষুদে দাবাড়ু নিবন্ধন করলেও প্রতিযোগিতায় ২৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

স্কুল দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ পুরষ্কার ছাড়াও বিশেষ কিছু পুরষ্কার প্রদান করা হবে। এছাড়াও সেরা খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপ ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দাবা খেলোয়াড় নির্বাচন করা হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

হাকিম বাবুল, শেরপুর/আরএস



শেয়ার করুন :