শেরপুরে ১২ জন ক্রীড়াবিদ-সংগঠককে অনুদান

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৫ জুন ২০২৩
শেরপুরে ১২ জন ক্রীড়াবিদ-সংগঠককে অনুদান

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন থেকে শেরপুরের ১২ জন অস্বচ্ছল ক্রীড়াবিদ ও সংগঠককে অনুদান প্রদান করা হয়েছে। এককালীন জনপ্রতি ২৪ হাজার টাকা করে ১২ জনের মাঝে মোট ২ লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

রোববার (২৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুদানপ্রাপ্তদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবেক ক্রীড়াবিদ-সংগঠক যারা এক সময় মাঠ মাতিয়েছেন, অনুদান পেয়ে তারা খুশি। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত জানিয়েছেন, এক সময় যারা খেলাধুলার সাথে জড়িত ছিলেন, আজ তাদের অনেকেই মানবেতর জীবন-যাপন করছেন।

তিনি বলেন, সেই সব অস্বচ্ছল ক্রীড়াবিদ-ক্রীড়া সংগঠকদের পাশে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন। আগামীতেও যেন শেরপুরের আরও অধিক সংখ্যক অস্বচ্ছল ক্রীড়াবিদকে এ অনুদান পাওয়ার ব্যবস্থা নেওয়া যায়, সে জন্য চেষ্টা করবো।

হাকিম বাবুল, শেরপুর


বিষয়ঃ

শেয়ার করুন :