বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র আন্ত:উপজেলা কুড়িগ্রাম পর্বে তরুণীদের ১০০ মিটার দৌঁড়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সদর উপজেলার রেখা আক্তার। ২০০ ও ৪০০ মিটার দৌঁড়েও প্রথম হয়েছেন তিনি।
তরুণদের ১০০ মিটার দৌঁড়ে সেরা হয়েছেন একই উপজেলার হাবিবুর রহমান। এছাড়া ৮০০ মিটার দৌঁড়ে কামরুল হাসান (সদর), উচ্চ লাফে মিনহাজুল ইসলাম (সদর), দীর্ঘলাফ ও ট্রিপল জাম্পে আশরাফুল আলম (রাজারহাট), চাকতি নিক্ষেপে দিগন্ত কুমার দাস (সদর) এবং লৌহ গোলক নিক্ষেপে শাহানুর রহমান (সদর) শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
তরুণীদের উচ্চ লাফে রেখা আক্তার (সদর), দীর্ঘ লাফ ও ট্রিপল জাম্পে স্বপ্না রানী (সদর), লৌহ গোলক নিক্ষেপে মায়া আক্তার (সদর) ও চাক্তি নিক্ষেপে চ্যাম্পিয়ন হয়েছেন একই উপজেলার জেসমিন আক্তার।
এদিকে, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র বিভিন্ন জেলা পর্যায়ে শুরু হয়েছে। এ পর্বের খেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
স্পোর্টমমেইল২৪/আরএস