শেরপুরে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার (২৬ ডিসেম্বর) জেলার পুলিশ লাইন্স মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্ড বিপিএম।
সমাবেশের শুরুতে পতাকা উত্তোলন এবং পুলিশ সদস্যদের মার্চ পাস্ট অনুষ্ঠিত হয়। পরে ক্রীড়া মশাল জ্বালিয়ে মাঠ প্রদক্ষিণের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এতে জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা দৌড়, রশি টানাটানি, দ্রুত হাটা, হাই জাম্প, লং জাম্প, স্মৃতি পরীক্ষা সহ বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় অতিথিদের জন্য বেলুন ফোটানো, নারীদের জন্য পুলিশ পাসিং এবং শিশুদের জন্য দৌড় খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ছাড়াও ময়শনসিংহ রেঞ্জ পুলিশ নারী কল্যাণ সংস্থার সভাপতি মধুছন্দা ভট্টাচার্য এবং জেলা পুলিশ নারী কল্যাণ সংস্থার সভাপতি ফারজানা হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। এছাড়া বার্ষিক এ পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
হাকিম বাবুল/শেরপুর/আরএস