আদিবাসী দিবসে শেরপুরে নৃ-গোষ্ঠিদের ফুটবল ম্যাচ

হাকিম বাবুল হাকিম বাবুল প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১০ আগস্ট ২০২২
আদিবাসী দিবসে শেরপুরে নৃ-গোষ্ঠিদের ফুটবল ম্যাচ

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২২। দিবসটি উপলক্ষে সীমান্তবর্তী এ জেলার নাগরিক প্ল্যাটফরম ‌জনউদ্যোগ শেরপুর-সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে গঠিত উদযাপন কমিটির উদ্যোগে নৃ-জনগোষ্ঠিদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। যেখানে ঝিনাইগাতী একাদশকে ৪-৩ গোলে হারিয়ে বিজয়ের মুকুট পড়ে শ্রীবরদী একাদশ।

মঙ্গলবার (৯ আগস্ট) ঝিনাইগাতী উপজেলার গাজনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে শ্রীবরদী ও ঝিনাইগাতী একাদশের মধ্যেকার খেলাটি জমে ওঠে। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় শ্রীবরদী একাদশ। ম্যাচের ৫ ও ৮তম মিনিটে স্ট্রাইকার সাকিব মানখিন জোড়া গোল করেন।

ম্যাচের ১৬তম মিনিটে ঝিনাইগাতীর পক্ষে মিডফিল্ডার সক্রেটিস রেমা গোল করে ব্যবধান কমান। বিরতির পর শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে ঝিনাইগাতীর ফুটবলাররা। ফলও পায় তারা, ম্যাচের ২১তম মিনিটে ডিফেন্ডার তৃপ্তি খকসী গোল করলে দলকে ২-২ গোলের সমতায় ফেরান।

পিছিয়ে থেকে সমতায় ফেরায় খেলায় প্রাণ ফিরে পায়। দু’দলেরই উজ্জীবিত খেলায় জমে ওঠে লড়াই। ম্যাচের ৭৭তম মিনিটে ৩০ গজ দূর থেকে জোড়ালো ফ্রি কিকে শ্রীবরদীর হেলমিও সাংমা গোল করলে খেলার গতিবিধি পাল্টে যায়। তবে ৩-২ গোলে এগিয়ে যাওয়ার লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি।

আহত বাঘের ন্যায় প্রতিপক্ষের দূর্গে হানা দিয়ে এক মিনিটের ব্যবধানে দলকে সমতায় ফেরান ঝিনাইগাতীর মিডফিল্ডার সক্রেটিস রেমা। বাম প্রান্ত দিয়ে জোড়ালে শটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন তিনি। ৩-৩ গোলের সমতা ফেরার পর ম্যাচের অন্তিম মুহূর্তে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করেন শ্রীবরদীর নিখিল জেংচাম। শেষ মুহূর্তের গোলে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীবরদী একাদশ।

এর আগে উদযাপন কমিটির আহ্বায়ক পাস্টার জনার্দন বনোয়ারী প্রীতি ফুটবল ম্যাচটির উদ্বোধন করেন। এ সময় শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, মাস্টার হিরণ বর্মন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, টিডাব্লিউএ চেয়ারম্যান কবি প্রাঞ্জল এম. সাংমা, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, উন্নয়ন কর্মী রয়েল কোচসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে নৃ-জনগোষ্ঠির দুই বীর মুক্তিযোদ্ধা নালিতাবাড়ীর বেলতৈল গ্রামের কালাচান হাজং এবং ঝিনাইগাতীর গান্ধিগাঁও গ্রামেন নবীন কোচকে সম্মাণনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কোচ, গারো, হাজং ও বর্মন জাতিগোষ্ঠির সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়

হাকিম বাবুল, শেরপুর/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা এস এম নজরুল ইসলাম স্মরণে ফুটবল টুর্নামেন্ট

ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা এস এম নজরুল ইসলাম স্মরণে ফুটবল টুর্নামেন্ট

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন গদাইপুর ও তুয়ারডাঙ্গা বিদ্যালয়

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন গদাইপুর ও তুয়ারডাঙ্গা বিদ্যালয়

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ: শেরপুর পৌরসভার বালক-বালিকাদের বাজিমাত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ: শেরপুর পৌরসভার বালক-বালিকাদের বাজিমাত

খুদে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা উপহার

খুদে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা উপহার