সকল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে প্রকল্প গ্রহণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৩ এএম, ২৫ মে ২০১৮
সকল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে প্রকল্প গ্রহণ

দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে মিনি স্টেডিয়াম নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত ২নং সাব কমিটির আহ্বায়ক নাহিম রাজ্জাক শেখ রাসেল এ তথ্য জানিয়েছেন।

উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতাধীন উপজেলাসমূহের মধ্যে শরীয়তপুর জেলার কয়েকটি উপজেলায় নির্মানাধীন মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা সদরের অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য স্থান নির্বাচনের বিষয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করেছে।

নাহিম রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশের সবকটি উপজেলায় মানসম্মত মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম গঠন এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য খেলাধুলায় উৎসাহিত করার বিকল্প নেই।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে দেশের মেধাবী খেলোয়াড়দের উৎসাহ দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জনে এসব মিনি স্টেডিয়াম ভূমিকা পালন করবে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ উপলক্ষে নিদ্রাহীন পতাকার কারিগররা

বিশ্বকাপ উপলক্ষে নিদ্রাহীন পতাকার কারিগররা

পুত্রকে নিয়ে ওমরাহ পালনে মুশফিক

পুত্রকে নিয়ে ওমরাহ পালনে মুশফিক

বান্ধবী বলেছে আমি খুব আবেদনময়ী : রোনালদো

বান্ধবী বলেছে আমি খুব আবেদনময়ী : রোনালদো

বউ নিয়ে ফেসবুকে রুবেল

বউ নিয়ে ফেসবুকে রুবেল