বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শায়েস্তাগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২১ পিএম, ২১ মে ২০২২
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শায়েস্তাগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ (বালক) ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শায়েস্তাগঞ্জ পৌরসভা। শনিবার (২১ মে) টুর্নামেন্টের ফাইনাল খেলায় নুরপুর ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়ে এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শায়েস্তাগঞ্জ পৌরসভা।

টুর্নামেন্টে শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন, নূরপুর ইউনিয়ন ও ব্রাক্ষণডুরা ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন শায়েস্তাগঞ্জ পৌরসভা দলের নাসির উদ্দিন তুষার। এছাড়া সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন নুরপুর ইউনিয়ন দলের সিজান মিয়া।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম।

এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ, ব্রাক্ষণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক আজিজুর রহমান ফয়সল, শামীমুর রহমান শামীম মেম্বার, জামাল আহমেদ অনিক, আব্দুল মালেক, কছির আহমেদ, সামিউর রহমান জনি, সৈয়দ সৈকত এবং মেহেদি হাসান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ উদ্যোগ নিঃসন্দেহে চমৎকার। এর ফলে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি হবে। পিছিয়ে পড়া ফুটবলকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট নিশ্চিতভাবে সহযোগিতা করবে।

কামরুজ্জামান আল রিয়াদ/হবিগঞ্জ/আরএস
০১৭১৬৪৩৯৬২৫



শেয়ার করুন :


আরও পড়ুন

স্কুল ক্রিকেটে সাব্বিরের শিকার ৬ উইকেট

স্কুল ক্রিকেটে সাব্বিরের শিকার ৬ উইকেট

আনন্দঘন পরিবেশে শেরপুরে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ উদযাপিত

আনন্দঘন পরিবেশে শেরপুরে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ উদযাপিত

একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠ পেল সিলেট বিকেএসপি

একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠ পেল সিলেট বিকেএসপি

স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচে শেরপুরে ‌‘সুপার ওভার’ উত্তেজনা

স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচে শেরপুরে ‌‘সুপার ওভার’ উত্তেজনা