স্কুল ক্রিকেটে সাব্বিরের শিকার ৬ উইকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১৯ মে ২০২২
স্কুল ক্রিকেটে সাব্বিরের শিকার ৬ উইকেট

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বিভাগীয় রাউন্ডে বল হাতে ৬ উইকেট শিকার করে তাক লাগিয়ে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাব্বির। কুমিল্লা ভেন্যুতে কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুলের বিপক্ষে এমন বিধ্বংসী বোলিং করে কিশোর এ ক্রিকেটার। তার এমন বোলিংয়ে ৫৪ রানে জয় তুলে নেয় অন্নদা স্কুল।

বৃহস্পতিবার (১৯ মে) কুমিল্লা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অধিনায়ক নিশাদ। ৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩০.৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১৩১ রান সংগ্রহ করে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। যার মধ্যে অতিরিক্ত থেকে আসে ৪১ রান।

কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুলের পক্ষে তৌফিকুল এবং সামি ৩টি করে উইকেট শিকার করেন। তৌফিকুল ৭ ওভারে ১৫ এবং সামি ৪ ওভার হাত ঘুরিয়ে দেন ১৬ রান।

১৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে সাব্বিরের বোলিং তোপে পড়ে কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুল। ২৩.৫ ওভারে দলীয় ৭৭ রানে গুটিয়ে যায় তারা। অতিরিক্ত থেকে ১৪ রান পায় কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুল। ফলে ৫৪ রানের জয় ‍তুলে নেয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়।
sportsmail24
১৪ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন সাব্বির 

বল হাতে ৭.৫ ওভার বল করে ১৪ রান দিয়ে ৬ উইকেট তুলে নেয় সাব্বির। এছাড়া আলিফ ৬ ওভার বল করে ২১ রান দিয়ে শিকার করে ৩টি উইকেট। কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুলকে গুটিয়ে দেওয়ার পথে দুর্দান্ত বোলিং করায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সাব্বির।

কুমিল্লা স্টেডিয়ামে ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন আম্পায়ার স্বপন ‍কুমরা দে এবং সাইফুল ইসালাম। এছাড়া স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাকিব সরকার।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচে শেরপুরে ‌‘সুপার ওভার’ উত্তেজনা

স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচে শেরপুরে ‌‘সুপার ওভার’ উত্তেজনা

জাতীয় স্কুল ক্রিকেটে সাতক্ষীয়ার ভেন্যু চ্যাম্পিয়ন কারিমা বিদ্যালয়

জাতীয় স্কুল ক্রিকেটে সাতক্ষীয়ার ভেন্যু চ্যাম্পিয়ন কারিমা বিদ্যালয়

স্কুল ক্রিকেটে কিশোর অনিকের ফিফটি, শেরপুর ভেন্যুর ফাইনালে আইডিয়াল

স্কুল ক্রিকেটে কিশোর অনিকের ফিফটি, শেরপুর ভেন্যুর ফাইনালে আইডিয়াল

জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার

জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার