দেশে জুয়া খেলার প্রবণতা কমছে না। বরং ঘরে বসেই অনলাইনে জুয়া খেলার ‘সুবিধা’ ব্যবহার করে সর্বস্ব খোয়াচ্ছে তরুণ প্রজন্ম। তেমনি অনলাইন জুয়া খেলার অভিযোগে কক্সবাজারের চকরিয়ায় শাহরুখ খান (২৪) নামের স্থানীয় এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১০ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সময় এক সহযোগীকেও আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নরুল আবছার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মো. শাহরুখ খান অনলাইন জুয়া খেলার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে বাজি ধরতো। আর সোহযোগী এনামুল হক বাজির টাকা ডলার বা ইন্ডিয়ান রুপিতে রূপান্তরিত করতেন।
র্যাবের কর্মকর্তা বলেন, আটক শাহরুখ খানের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা দুটি মোবাইল ফোনে অনলাইন জুয়া সাইটে অ্যাকাউন্ট সম্পর্কিত সকল তথ্য ও আর্থিক লেনদেনের রেকর্ড পাওয়া গেছে। তার অ্যাকাউন্টে ১ হাজার ৮৮০ ইউএস ডলার পাওয়া গেছে, যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৬১ হাজার ৬৮০ টাকা।
মো. নরুল আবছার আরও বলেন, মো. শাহরুখ খান ও এনামুল হক অনলাইনে জুয়া খেলাসহ জুয়ার টাকা লেনদেনের কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত মোট ৮টি স্মার্ট মোবাইল এবং জুয়া খেলার নগদ ৪১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস