স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচে শেরপুরে ‌‘সুপার ওভার’ উত্তেজনা

হাকিম বাবুল হাকিম বাবুল প্রকাশিত: ১২:৪১ পিএম, ২২ এপ্রিল ২০২২
স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচে শেরপুরে ‌‘সুপার ওভার’ উত্তেজনা

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ভেন্যু ফাইনাল ম্যাচে সুপার ওভারের উত্তেজনা ছড়ালো শেরপুরে। সীমান্তবর্তী এ জেলায় জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় এবং আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের মধ্যকার ভেন্যু ফাইনাল ম্যাচটিতে এ ঘটনা ঘটে। তবে সুপার ওভারেও কোনো দল জয়ী হতে না পারলে শেষ পর্যন্ত টস ভাগ্যে জি. কে পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ভেন্যু ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় জি. কে পাইলট উচ্চ বিদ্যালয় এবং আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল। ম্যাচে উভয় দল ৯৪ রান করায় জয়ী দল নির্ধারণে সুপার ওভারে গড়ায় ম্যাচ। তবে সেখানেও উভয় দল ৫ রান করলে টুর্নামেন্টের নিয়ম অনুসারে টসের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হয়।

ক্ষণে ক্ষণে রঙ পাল্টানো তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও নাটকীয়তায় ভরপুর ভেন্যু ফাইনাল ম্যাচটিতে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় জি. কে পাইলট উচ্চ বিদ্যালয়। বিপরীতে ব্যাট করতে নেমে জি. কে পাইলটের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইডিয়াল প্রিপারটরি এন্ড হাই স্কুল।

দলের পক্ষে ব্যাট হাতে ওপেনিং, মিডল কিংবা লোয়ার অর্ডারের কোনো ব্যাটারই দু’অংকের ঘর পৌঁছাতে পারেনি। দশম উইকেটে শহিদুলের ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩২ এবং ‌‘মি. এক্সট্রা’র ২৩ রানে ভর করে ৩২.১ ওভারে ৯৪ রান সংগ্রহ করতে পারেন। আইডিয়ালকে স্বল্প রাকে গুটিয়ে দেওয়ার পথে জি. কে পাইলটের হৃদয় ১০ ওভারে ৪ উইকেট এবং সাজ্জাদ ৪ ওভারে ২টি উইকেট শিকার করেন।

সহজ টার্গেটে ব্যাট করতে নেমে জি. কে পাইলটের ব্যাটাররাও প্রতিপক্ষের বোলারদের তোপের মুখে পড়ে। ১২ ওভারে ৩৮ রানে ৬ উইকেট হারালে হারের শঙ্কায় পড়ে জি. কে পাইলট। তবে নবম ও দশম উইকেট জুটিতে জয় (২১) এবং শরিফুলের (১৫) ৩৭ রানে জুটিতে খেলায় ফিরে জি. কে পাইলট।

মিডল অর্ডারে দলের অধিনায়ক রিয়াজের ১৩ রানে শেষ পর্যন্ত ৩০.৩ ওভারে ৯৪ রানে জি. কে পাইলট উচ্চ বিদ্যালয়ও গুটিয়ে যায়।আইডিয়ালের পক্ষে ১০ ওভারে ৫ উইকেট শিকার করেন সাইফুল। দলীয় স্কোর সমান হওয়ায় সুপার ওভারে গড়ায় ম্যাচ।

সুপার ওভারেও নাটকীয়তার জন্ম দেয় দু’দল। উভয় দলই সমান ৫ রান করে তুললে সক্ষম হয়। ফলে বিজয়ী দল নির্ধারণে নিয়ম অনুযায়ী টস করা হয়। সেখানে জি. কে পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে হেরে রানার-আপ হয় আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল। টস ভাগ্যে হেরে যাওয়া আইডিয়াল প্রাথমিক পর্বের ম্যাচ জি.কে পাইলটকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল।

টুর্নামেন্টে জি. কে পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় আঞ্চলিক পর্বে তারা এখন শেরপুর জেলার প্রতিনিধিত্ব করবে। জেলায় এবার শহরের ৪টি স্কুল দল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা অংশ নিয়েছিল।

শেরপুর/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় স্কুল ক্রিকেটে সাতক্ষীয়ার ভেন্যু চ্যাম্পিয়ন কারিমা বিদ্যালয়

জাতীয় স্কুল ক্রিকেটে সাতক্ষীয়ার ভেন্যু চ্যাম্পিয়ন কারিমা বিদ্যালয়

স্কুল ক্রিকেটে কিশোর অনিকের ফিফটি, শেরপুর ভেন্যুর ফাইনালে আইডিয়াল

স্কুল ক্রিকেটে কিশোর অনিকের ফিফটি, শেরপুর ভেন্যুর ফাইনালে আইডিয়াল

জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার

জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার

ঈমানের বিধ্বংসী বোলিং, স্কুল ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড

ঈমানের বিধ্বংসী বোলিং, স্কুল ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড