প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এ সাতক্ষীয়ায় ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে কারিমা মাধ্যমিক বিদ্যালয়। সাকিবের বোলিং এবং তানভীরের হার না মানা ব্যাটিংয়ে পিএন মাধ্যমিক বিদ্যালয়কে মাত্র এক উইকেটের হারিয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কারিমা স্কুল।
শনিবার (১৬ এপ্রিল) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে পি এন মাধ্যমিক বিদ্যালয় এবং কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার ভেন্যু ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
লো স্কোরিং ফাইনাল ম্যাচে মাত্র ১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমেও শুরুতেই হোঁচট খায় কারিমা স্কুল। ১.১ ওভারে দলীয় ১১ রানে প্রথম উইকেটের হারায় তারা। দ্বিতীয় উইকেট জুটিতে ২১ রানের পার্টনারশিপ পেলেও এরপর থেকে একের পর এক উইকেটে হারাতে থাকে তারা।
দলীয় ৬২ রানে ৯ উইকেট পড়ে গেলে লোয়ার অডার ব্যাটার তানভীর ও আব্দুল্লাহ আল মামুনের অপরাজিত হার না মানা ব্যাটংয়ের সুবাদে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কারিমা স্কুল। শেষ উইকেট জুটিতে ৮৮ বল খেলে ৭৯ রানের পার্টনারশিপ গড়ের।
ফলে ৩৬.৫ ওভারে ১৪১ রান তুলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কারিমা স্কুলের কিশোল ক্রিকেটাররা। দলের হয়ে তানভির হোসেন অপরাজিত ৫৭ বলে ৪৭ রান করেন। যার মধ্যে ৭টি চার ও একটি ছয়ের মার ছিল।
এর আগে পি এন ম্যাধমিক বিদ্যালয়ের দলীয় অধিনায়ক সিহাবুজ্জামান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে ব্যাটারদের ব্যর্থতায় ৩৯.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন জনি। প্রতিপক্ষের বোলার সাকিব সরকার ৮.৪ ওভারে ২২ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেন।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা/আরএস