ওয়ার্ল্ড রাগবি লেভেল ওয়ান কোর্চের সনদ অর্জন করলেন সাতক্ষীরার কৃতিসন্তান আল ইমরান। সোমবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সনদপত্র প্রদান তুলে দেওয়া হয়।
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় ও এশিয়া রাগবি এবং ওয়ার্ল্ড রাগবির সার্বিক সহযোগিতায় বাংলাদেশে ওয়ার্ল্ড রাগবি লেভেল ওয়ান (১৫ সাইড) কোচেচ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাগবি ডেভলপমেন্ট কনসালটেন্ট ও ওয়ার্ল্ড রাগবি এডুকেটর মাহফিজুল ইসলাম কোর্সটি পরিচালনা করেন।
দেশের বিভিন্ন জেলা থেকে ১৪ জন রাগবি প্রশিক্ষক এ কোচেচ কোর্সে অংশগ্রহণ করেন। সাতক্ষীরার আল ইমরানে তাদের মধ্যে একজন। তিনি ওয়ার্ল্ড রাগবি লেভেল ওয়ান শেষ করে সনদ অর্জন করেছেন।
সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য তারেকুজ্জামান নান্নু। এ সময় অন্যান্যদের মাঝে যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া রাগবি ডেভলপমেন্ট কনসালটেন্ট ও ওয়ার্ল্ড রাগবি এডুকেটর মাহফিজুল ইসলাম।
এদিকে, ওয়ার্ল্ড রাগবি লেভেল ওয়ান কোর্চের সনদ অর্জন করায় আল ইমরানকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা রাগবি পরিবার। বর্তমানে আল ইমরান বাংলাদেশ রাগবি ফেডারেশনের (আর ডি ও), সাথে সাতক্ষীরা জেলার কোচ ও সাতক্ষীরা রাগবি ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এস এম হাবিবুল হাসান/আরএস