সাতক্ষীরায় শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১০ এপ্রিল ২০২২
সাতক্ষীরায় শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে পিএন মাধ্যমিক বিদ্যালয়।

শনিবার (৯ এপ্রিল) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টটি শুরু হয়।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.৩ ওভারে ১০ উইকেটে ২১৭ রান সংগ্রহ করে। সরকারি উচ্চ বিদ্যালয়ের হয়ে কাজি মাহি হাসান সর্বোচ্চ ৯৩ রান করে। প্রতিপক্ষ পিএন স্কুলের হয়ে সাব্বির হোসেন ৫টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে পিএন মাধ্যমিক বিদ্যালয় ৩০.১ ওভারে ৪টি উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে। দলের হয়ে তুর্য সরকার ৭৩ ও সিহাবুজ্জামান ৫০ রান করে। ফলে উদ্বোধনী খেলায় পিএন মাধ্যমিক বিদ্যালয় ৬ উইকেটে জয়লাভ করে।

উদ্বোধনী খেলায় আম্পায়ার হিসাবে দেবাশীস বসু শেখর ও আবু হাসান বাবলু এবং স্কোরার হিসাবে আব্দুস সামাদ দায়িত্ব পালন করেন। এর আগে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, ক্রিকেট সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, মো. সাইদুর রহমান শাহীন, নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা/আরএস



শেয়ার করুন :